ওপেনিংয়ে ব্যাট করতে নেমে এক পাশে আগলে রেখেছিলেন লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। কিন্তু আরেক পাশে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল। তারপরেও স্রোতের প্রতিকূলে লড়াই করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
শেষ বিকালে আউট হওয়ার আগে খেলেছেন ১৩০ রানের দারুণ এক ইনিংস। পাল্লেকেলে টেস্টে প্রথম দিন শেষে আট উইকেটে ২৭২ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচেও বোলিংয়ে উত্তাপ ছড়াচ্ছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
প্রথম দিন ব্যাট করতে নেমে শুরুতেই সিলভাকে হারিয়ে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। এরপর অবশ্য থারাঙ্গাকে নিয়ে ৯১ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে শ্রীলঙ্কাকে টেনে তোলেন করুণা। কিন্তু হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই ইয়াসির শাহর শিকারে পরিণত হন থারাঙ্গা। এরপর ছোট বেশ কয়েকটি জুটি গড়েন করুণা। কিন্তু কেউ-ই তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারছিল না। অবশেষ শেষ বিকালে করুণার নিজেরই ধৈর্য্যচ্যুতি ঘটে। পাকিস্তানের পার্টটাইম স্পিনার আজহার আলির গুডলিতে বোকা বনে যান। এগিয়ে গিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো না হওয়ায় ক্যাচ উঠে যায়। করুণারত্নের আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।