ক্যারিয়ারে গ্রান্ডস্ল্যাম জিতেছেন ১৪টি। ৯টি ফ্রেঞ্চ ওপেন। ২টি উইম্বল্ডন, ২টি ইউএস ওপেন এবং ১টি অস্ট্রেলিয়ান ওপেন। রাফায়েল নাদাল বর্তমান যুগের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই স্প্যানিয়ার্ডের বয়স এখন ২৯। এখনো টেনিসের শক্ত প্রতিপক্ষ। কিন্তু উইম্বল্ডনের ঘাসের কোর্টে খেলছেন নিজের ছায়া হয়ে। টানা চার বছর কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে না। এবার বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। সাবেক এক নম্বর রাফায়েল নাদালকে অল ইংল্যান্ড কোর্টে ৭-৫, ৩-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে চমক উপহার দিয়েছেন র্যাংকিংয়ের ১০২ নম্বর বাছাই জার্মানির ডাস্টিন ব্রাউন। নাদাল বিদায় নিলেও টিকে আছেন নোভাক জকোভিচ, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভারা।