কোপা আমেরিকার ৪৪তম আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ভোরে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে পেরু। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন করল তারা। গত আসরেও তৃতীয় হয়েছিল পেরু।
শনিবার ভোরে ম্যাচের প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি। বেশ কিছু ভালো আক্রমণ হলেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি কেউ। তবে টানেল থেকে ফেরার পর অচলবস্থার অবসান হয়। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কর্নার পায় পেরু। কর্নার থেকে উড়ে আসা শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি প্যারাগুয়ের খেলোয়াড়রা। এ সময় বল পেয়ে যান আন্দ্রে ক্যারিলো। তার নিঁচু শট সবাইকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয় (১-০)।
ম্যাচের অন্তিম মুহূর্তে পাবলো গুয়েরোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। পাশাপাশি নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই ২০১৫/ এস আহমেদ