অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পরে অবশ্য জরিমানা গুনে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। মুক্তি পেলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ম্যানচেস্টারে এক আদালতে ২১ জুলাই মুখোমুখি হতে হবে তাকে।
অজি এ ক্রিকেটার ইংলিশ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি লিগে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। অবসরে তিনি অতিরিক্ত এলকোহল পান করে গাড়ি নিয়ে বের হন ম্যানচেস্টারের রাস্তায়। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ফকনারের রক্ত পরীক্ষা করেন ম্যানচেস্টার পুলিশ। তাতে অতিরিক্ত এলকোহল পাওয়া গেলে ফকনারকে গ্রেফতার করা হয়। এ সময় ফকনারের গাড়িতে থাকা তাসমানিয়ান আরেক ক্রিকেটার টিম পেইনকেও মাতাল অবস্থায় পুলিশ গ্রেফতার করে।
এদিকে, আটকের ঘটনা ও পরবর্তীতে মুক্তি পাওয়া নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ফকনার। এতে তিনি বলেন, 'আমি ক্ষমা চাচ্ছি আমার ভক্ত-সমর্থক আর দেশের মানুষের কাছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অতিরিক্ত এলকোহল নিয়ে গাড়ি চালানো আমার বাজে সিদ্ধান্ত ছিল। ইংল্যান্ডের আইন অনুযায়ী আমাকে যে জরিমানা করা হবে আমি তা দিতে বাধ্য থাকব।'
অপরদিকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন ফকনার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দুই থেকে আটটি একদিনের ম্যাচে নিষিদ্ধ করতে পারে। এরই অংশ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আসন্ন একদিনের সিরিজে নিষিদ্ধ হতে পারেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৪ জুলাই ২০১৫/শরীফ