আর্জেন্টিনার বিপক্ষে আগামীকালের কোপা অামেরিকার ফাইনাল সামনে রেখে স্বাগতিক চিলিতে উন্মাদের মতো উত্তেজনা অবস্থা বিরাজ করছে। দেশটি তার ৯০ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। তবে আগামীকাল ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জয়ের হাতছানি রয়েছে দেশটির। স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হলে অাজকের চিলির দলের খেলোয়াড়েরা নিঃসন্দেহে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবেন। তাইতো রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত 'এস্তাদিয়ো নাসিয়নাল' স্টেডিয়ামে অনুষ্ঠেয় অাগামীকালের ম্যাচে উপস্থিত থেকে সম্ভাব্য ইতিহাসের সাক্ষী হয়ে মুখিয়ে আছে চিলির জনগণ। তবে ম্যাচ নিয়ে উত্তেজনার সঙ্গে সমান পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে টিকেটের দাম। টিকেটপ্রাপ্তির নির্দিষ্ট কয়েকটি সাইটে টিকেটের দাম বেড়ে ২৫ হাজার ডলার পর্যন্ত গিয়ে পৌঁছেছে যা টিকেটের প্রারম্ভিক মূল্যের চেয়ে ৬২৫ গুণ বেশি! টিকেটবিসডটনেট নামে একটি সাইটে ফাইনাল ম্যাচের টিকেটের দাম এমন চড়া হাঁকানো হচ্ছে। ভিয়াগোগোডটকম নামে অপর একটি সাইটে অবশ্য টিকেটের সর্বোচ্চ দাম ৬ হাজার ডলারে গিয়ে ঠেকেছে। এর প্রেক্ষিতে ফাইনালের টিকেটকে 'গোল্ডেন টিকেট' হিসেবে বর্ণনা করছে দেশটির গণামাধ্যম। তবে টিকেটের দাম যাই হোক না কেন তা পেতে যেন মরিয়া ক্রিকেটভক্ত চিলির বাসিন্দারা।
এদিকে, শিরোপা জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিক চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় ২৩ বছরের শিরোপা খরা গোচাতে চায় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। সেইসঙ্গে ৪৪তম কোপা শিরোপা জিতে এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপাধারী উরুগুয়ের রেকর্ডেও ভাগ বসাতে চায় মেসিরা। উরুগুয়ে এখন পর্যন্ত সর্বাধিক পনেরবার কোপা আমেরিকা জিতেছে। কালকের ম্যাচ সামনে রেখে সার্জিও আগুয়েরোসহ বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার এমন আশাবাদই ব্যক্ত করেছেন। যেমন আগুয়েরো তো শিরোপা জিতে নিজ দেশের জনগণের কাছে নিজের 'ঋণ' শোধ করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে। এরপর অার কখনোই তারা টুর্নামেন্টের শেষ চারে উঠতে পারেনি। আর চিলিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো শিরোপা জিততে পারেনি। তবে তারা ১৯৫৫, ১৯৫৬, ১৯৭৯ ও ১৯৮৭ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রানার্স-আপ হযেছিল। এছাড়া ১৯৬২ সালে দেশটি স্বাগতিক হিসেবে ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল।
বিডি-প্রতিদিন/ ৪ জুলাই ২০১৫/শরীফ