ভারত সিরিজে চার পেসার খেলিয়ে চমকে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেই চমক অবশ্য বুমেরাং হয়নি। বরং ভারতকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো জিতে নেয় ওয়ানডে সিরিজ। সিরিজ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, পেস বিভাগ দলের অন্যতম সেরা অস্ত্র। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে নামার আগে একই কথা বলেন। পেসারদের উপর আত্দবিশ্বাস রাখলেও আজ প্রোটিয়া বধের পরিকল্পনা করছেন স্পিন দিয়ে। একাদশে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা শতভাগ। ভারতের বিপক্ষে চমক ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বাঁ হাতের মারণাস্ত্রে কচুকাটা হয় ভারতের তারকা ব্যাটিং লাইন। প্রথম ম্যাচে ৫ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে নেন ৬ উইকেট। অভিষেকের টানা দুই মাচে তার উইকেট ১১টি। যা বিশ্বরেকর্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৩ উইকেট, এটাও বিশ্বরেকর্ড। আজ খেলছেন। নতুন বলে মাশরাফির সঙ্গে বোলিংও করবেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচে ২ উইকেট নেওয়া মুস্তাফিজ খেললে বাইরে বসে থাকবেন রুবেল হোসেন। আজ একাদশে দুই পেসার খেলবেন নিশ্চিত। যদিও অধিনায়ক মাশরাফি একাদশ নিয়ে কিছু বলেননি। তবে আজকের ম্যাচে তিন স্পিনার খেলবেন নিশ্চিত। কিন্তু কোন তিনজন খেলবেন, সেটা এখনও ঠিক হয়নি। টিম ম্যানেজমেন্টের একাংশ চাচ্ছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন খেলুন। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহে চাচ্ছেন না। অথচ স্কোয়াডে জুবায়েরকে নিয়েছেন কোচ স্বয়ং। যদি জুবায়ের খেলেন আজ, তাহলে সাজঘরে বসে থাকতে হতে পারে বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। আরাফাত না জুবায়ের, এ নিয়ে যখন সমস্যা টিম মানেজমেন্টের, তখন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নামছেন সোহাগ গাজী। খেলবেন লিটন দাসও। ফলে একাদশের বাইরে থাকতে হচ্ছে রনি তালুকদার, রুবেল হোসেন ও জুবায়ের কিংবা আরাফাতকে। এ ক্ষেত্রে জুবায়েরের বসে থাকার সম্ভাবনাই বেশি। লিটন খেললেও কিপিং করবেন মুশফিকুর রহিম।