শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে আছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে পিছিয়ে থেকেও ২-১ গোলে পরাজিত করেছে টিম বিজেএমসিকে। এ জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্টে লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী দলটি। সমান সংখ্যক ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল। অন্যদিকে ১১ ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ২৩। গতকাল ম্যাচে প্রথমার্ধে ড্র থাকার পর ৫৯ মিনিটে এগিয়ে যায়। ৭৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান বাঙ্গুরা। ৮৭ মিনিটে জুয়েল রানার গোলেই মোহামেডান মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।