কোপা আমেরিকার আজকের ফাইনালে মাঠে লিওনেল মেসিকে একাধিকবার ফাউল করেছেন চিলির ফুটবলাররা। আর মাঠের বাইরে মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে চিলির একদল দাঙ্গাবাজ সমর্থক। এ ঘটনা ঘটেছে আজ ভোরে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে।
গোল ডটকম নামে একটি ওয়েবসাইট জানায়, ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে গ্যালারিতে মেসির ভাই রদ্রিগোসহ পরিবারের অন্যান্য সদস্যদের উত্তক্ত করতে শুরু করে স্বাগতিক চিলির সমর্থকরা। এ সময় রদ্রিগোর সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এক সময় তাকে শারীরিকভাবে আঘাত করে চিলিয়ানরা। পরবর্তীতে নিরাপত্তার কারণে মেসির পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী একটি টেলিভিশন কেবিনে আশ্রয় গ্রহণ করে।
এদিকে, মাঠের খেলাতেও একাধিকবার চিলির ফুটবলারদের বাজে ট্যাকেলের শিকার হয়েছেন মেসি নিজেই। কখনো জামা টেনে ধরে, কখনো বুকে ভয়ঙ্করভাবে লাথি মেরে, আবার কখনো পায়ে পা বাধিয়ে মেসিকে মাঠে ফেলে দিয়েছেন তারা। যদিও ম্যাচ পরিচালনাকারী রেফারী বিষয়গুলোকে অধিকাংশ সময় উপেক্ষা করে গিয়েছেন।
উল্লেখ্য, আর্জেন্টিনাকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক চিলি।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ