হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় অ্যাঞ্জেলো ডি মারিয়া। আজ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে খেলার সময় এ ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড়।
ইনজুরি আক্রান্ত হওয়ার আগে দারুণ খেলেছেন মারিয়া। তার ফর্মের কল্যাণে প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধার মুখে পড়ে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। অবশ্য এর আগে ২৯ মিনিট খেলেছেন ২৭ বছর বয়সী মারিয়া। তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন পিএসজির জেকুয়েল লাভেজ্জি।
উল্লেখ্য, দারুণ খেললেও পেনাল্টি শুটআউটে চিলি ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ