কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে এবারের আসরের স্বাগতিক দল চিলি। এই হারে খুব কাছাকাছি এসেও শিরোপা ছোঁয়া হলো না আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। তবে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো যদি নাপোলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন গোলের সুযোগ ও পেনাল্টি শুট আউটে ব্যর্থ না হতেন। তাই একপ্রকার বলা যায় এ ম্যাচের খলনায়ক হিগুয়েনই।
স্বাগতিক চিলির বিপক্ষে আগুয়েরোর পরিবর্তে মাঠে নেমেছিলেন গঞ্জালো হিগুয়াইন। আগের ম্যাচে সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে একটি গোলও করেছিলেন তিনি। কোচ জেরার্ডো মার্টিনো হয়তো ভেবেছিলেন, এই ম্যাচেও গোলের তালা ভাঙতে পারবেন তিনি।
কিন্তু কোচের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি হিগুয়েন। উল্টো গোলের বেশ কয়েবটি দারুন সুযোগ নষ্ট করেন তিনি। অবশেষে এলো টাইব্রেকারের লটারি। এখানে লিওনেল মেসি প্রথম শট নেওয়ার পর দ্বিতীয় শট নিতে আসেন হিগুয়াইন। কিন্তু স্নায়ুর চাপ এত বেশি ছিল যে তিনি বলটা পাঠিয়ে দিলেন বারের ওপর দিয়েই।
হিগুয়াইনের কুফা পরের শটেও কাটাতে পারলেন না এভার বানেগা। চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো ঝাঁপিয়ে পড়ে সেটিও ফিরিয়ে দেন। এরপর আলেক্সিজ সানচেজ শট নিতেই জয়ের উল্লাসে মেতে ওঠে পুরো চিলি।
আর্জেন্টিনা সমর্থকদের মতে, কুফাটা লাগিয়েছেন মূলত হিগুয়াইনই। তিনি শটটি পোস্টের ওপর দিয়ে বাইরে না মারলে চ্যাম্পিয়ণ হতে পারতো আর্জেন্টিনাও।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব