আজ অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে অার্জেন্টাইন তারকা লিওনেল মেসির পায়ে বল যাওয়া মানেই নির্ঘাত ফাউলের শিকার তিনি। অসংখ্য সুযোগ কিংবা গোল তৈরির সম্ভাবনা নষ্ট হয়েছে শুধু এ কারণে। একাধিকবার চিলির ফুটবলারদের বাজে ট্যাকেলের শিকার হয়েছেন মেসি। কখনো তার জার্সি টেনে ধরে, কখনো বুকে ভয়ঙ্করভাবে লাথি মেরে, আবার কখনো পায়ে পা বাধিয়ে মেসিকে মাঠে ফেলে দিয়েছেন তারা। তবে ম্যাচ পরিচালনাকারী রেফারি বিষয়গুলোকে অধিকাংশ সময়ই স্রেফ উপেক্ষা করেছেন।
চিলির বিপক্ষে আজকের ম্যাচে মেসির পায়ে বল চলে এলে অধিকাংশ সময় তাকে সুক্ষ্ম আঘাতে ফেলে দেওয়া হয়েছে। ফলে মেসি বল নিয়ে বেরোতেই পারেননি। রেফারি বিষয়গুলোকে উপেক্ষা করে গেছেন। আর মাঠের বাইরে মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে চিলির একদল দাঙ্গাবাজ সমর্থক।
উল্লেখ্য, ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকা জিতেছে চিলি।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ