বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডন চ্যাম্পিয়নশিপে নারীদের এককে বড় ধরনের অঘটন ঘটেছে। বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়লেন। তাও আবার হেরেছেন টুর্নামেন্টের ২৮তম বাছাই সার্বিয়ার জেলেনা জানকোভিচের কাছে। বিশ্বের দুই নম্বর তারকা কেভিতোভা ৬-৩, ৫-৭, ৪-৬ গেমে টুর্নামেন্ট থেকে অপ্রত্যাশিতভাবেই ছিটকে পড়লেন।
তৃতীয় রাউন্ডেই হারতে হওয়ায় হতবিহ্বল কেভিতোভা। ম্যাচে যে কি ঘটেছে তা তিনি বিশ্বাসই করতে পারছেন না। যেমনটা ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, 'কি হয়েছে এ ব্যাপারে আমি সত্যিই নিশ্চিত নয়।' খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ