অস্ট্রেলিয়ার ডানহাতি ফাস্ট বোলার রায়ান হ্যারিস সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৪ জুলাই তিনি আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এ ঘোষণা দেন। ৮ জুলাই থেকে কার্ডিফে শুরু হচ্ছে প্রথম অ্যাসেজ টেস্ট। তাই অ্যাসেজ সামনে রেখে হ্যারিসের অবসরের সিদ্ধান্তে কিছুটা সমস্যায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে তড়িগড়ি করে তার জায়গায় অস্ট্রেলিয়ার অ্যাসেজ স্কোয়াডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যাট কামিন্সকে।
৩৫ বছরের হ্যারিস দু’বছর আগে ইংল্যান্ডে সর্বশেষ সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। তবে গত মার্চে তার সার্জারি করা হলেও এবারের সিরিজে তিনি ভালো করবেন বলে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তিনি। অ্যাশেজের আগে কেন্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালোই খেলেছেন হ্যারিস। তবে এসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে আবারো চোট পেলে অবসরের এ সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় রায়ান হ্যারিসের। ২৭টি টেস্ট ম্যাচ খেলে ১১৩টি উইকেট নিয়েছেন তিনি। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২১টি ম্যাচে নিয়েছেন ৪৪টি উইকেট।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ