ইন্ডিয়ান সুপার লিগের (আইসএল) দল দিল্লি ডায়নামোসের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুল-ব্যাক ববার্তো কার্লোসকে। আগামী মৌসুমে বেলজিয়ান কোচ হার্ম ফন ভালদহোভানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
ভারতের রাজধানী দিল্লি ভিত্তিক এ ফ্রাঞ্চাইজিটি গত মৌসুমে পঞ্চম হয়ে আসর শেষ করেছিল। সেবার মাত্র এক পয়েন্টের জন্য সেমি-ফাইনালে উঠতে পারেনি দলটি।
আগেই আইএসএলে যাওয়ার গুঞ্জন উঠেছিল কার্লোসের। ৪২ বছর বয়সী সাবেক এ ব্রাজিলিয়ান তারকা বিশ্বকাপ থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা আমেরিকাসহ সব বড় টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেছিলেন। রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা সর্বশেষ রাশিয়ান ক্লাব আনজির হয়ে খেলে অবসরে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব