কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে চিলির কাছে হারটা আর্জেন্টিনার 'প্রাপ্য' নয় বলে জানিয়েছেন দলটির কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিয়ো নাসিয়নাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জেতে চিলি। একশ' বছরের মধ্যে এই প্রথম কোনো বড় মাপের আন্তর্জাতিক শিরোপা জিতলো তারা।
ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। মাঠের খেলায় আর্জেন্টিনা এগিয়ে ছিল বলেই মনে করেন মার্তিনো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'খুব উঁচু মানের একটি ম্যাচে ১২০ মিনিট খেলার চেয়ে দুই দল একে অপরকে নিষ্ক্রিয় করে রেখেছে। আমি মনে করি, আর্জেন্টিনারই জেতা উচিত ছিল।' সংবাদ সম্মেলনে মার্তিনো চিলি 'বিশ্বমানের' ফুটবল উপহার দেয় বলে তাদের প্রশংসা করেন। আর এই মুহূর্তে আর্জেন্টিনা দলে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, 'অল্প সময়ের মধ্যে আমরা খেলার একটি পন্থা পেয়ে গেছি এবং আমরা খুব ভালো অবস্থায় আছি। কিন্তু উন্নতির জায়গা আছে।'
এদিকে, ম্যাচে বেশ কয়েকবার চিলির খেলোয়াড়দের হাতে বাজেভাবে ফাউলের শিকার হয়েছেন আর্জেন্টাইন সুপারতারকা লিওনেল মেসি। তা সত্ত্বেও ম্যাচ রেফারিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সংবাদ সম্মেলনে বাজে রেফারিংয়ের দিকেই হয়তো ইঙ্গিত দিয়েছেন মি. মার্তিনো।
বিডি-প্রতিদিন/৫ জুলাই ২০১৫/শরীফ