বাংলাদেশের বিরুদ্ধে রবিবার মিরপুরে টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সফরে দু্টি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে দু'দলের মধ্যে। ভারতের পর দক্ষিণ আফ্রিকার এই সফরকে সামনে রেখে নতুন একটি ভিডিও তৈরি করেছে বাংলাদেশের অনলাইন চ্যানেল র্যা বিটহোল।
ওই ভিডিওতে অনেকটা এভাবে বলা হয়েছে, ‘এবার বাঘের ডেরায় এসেছে দক্ষিণ আফ্রিকা। ভয়ে হাঁটু কাঁপছে তাদের। বাঘের রাজ্যে প্রোটিয়াদেরকে স্বাগতম।’
এর আগে ভারত সিরিজে ‘ব্যাম্বু ইজ অন’ বিজ্ঞাপন তৈরি করে কোমল পানীয় কোম্পানি মোজো। এ নিয়ে সমালোচনা হলেও, ভারত বিপক্ষে টাইগাররা সিরিজ ২-১ জয় করার অনেকটাই সার্থক ছিলো ভিডিওটি।
ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.facebook.com/bcbtigercricket/videos/1619799774954497/
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব