সিরিজের প্রথম টোয়েন্টি২০ তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হেনেছেন আরাফাত সানি ও নাসির হোসেন। ফিরিয়েছেন সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ডি কককে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৬ ওভার শেষে ওই ২ উইকেট হারিয়ে ৩৭ রান।
এরআগে, দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে প্রোটিয়াদের ইনিংস উদ্বোধন করতে আসেন ডি কক ও ভিলিয়ার্স। কিন্তু দলীয় ৫ ওভারের মধ্যে ওই দুই ওপেনারকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি আনেন সানি ও নাসির।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৫/মাহবুব