ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৫-২ গোলে গুড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার কারলি লয়ডের হ্যাটট্রিকের উপর ভর করে এত বড় জয় পায় দেশটি। মিডফিল্ডার কারলি ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূরণ করেন! আরো লক্ষণীয় হলো, ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে জাপানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে যায় মার্কিন প্রমীলা ফুটবলাররা। এক পর্যায়ে তা ৪-০ তে গিয়ে দাঁড়ায়। খবর বিবিসির
কানাডায় অনুষ্ঠিত হয় সপ্তম ফিফা বিশ্বকাপ ফুটবলের এ আসর। টুর্নামেন্টের শেষ চারে উঠেছিল যুক্তরাষ্ট্র, জাপান, ইংল্যান্ড ও জার্মানি। সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে ফাইনালে উঠে জাপান ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে হারিয়ে জয় পায় ইংল্যান্ড। তারা এবারই প্রথম নারী বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এর আগে ১৯৯১ ও ১৯৯৯ সালে নারী বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতেছিল।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ