খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জরিপকৃত তথ্য উপস্থাপনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
কর্মশালায় পৌর শহরের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত প্রস্তাবিত তথ্য, চাহিদা ও উন্নয়ন কাঠামো নিয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মহাপরিকল্পনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেলটেকের কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর সচিব পারভীন আক্তার খন্দকার, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এস এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস প্রমুখ।
বক্তারা মহাপরিকল্পনার উপস্থাপনায় বিদ্যমান বিভিন্ন ত্রুটি ও অসামঞ্জস্যতা তুলে ধরে সংশোধনের আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব নগরীতে রূপান্তরের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ