ঈদের আগে হকির প্রিমিয়ার লিগ আর হচ্ছে না। কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফেডারেশনের নির্বাচিত কমিটি বিলুপ্তি চেয়ে চার দল মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং গতবার হকি লিগ বয়কট করেছিল। তারপরও লিগ মাঠে নেমেছিল। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবার উদ্যোগ নিয়েছিলেন সব দলের অংশগ্রহণে লিগ মাঠে নামুক। ক্লাবগুলোর সঙ্গে আলোচনাও করেছিলেন। আশ্বাস দিয়েছিলেন সব জটিলতা কাটিয়ে লিগ মাঠে নামবে। কিন্তু আলোচনা পর্যন্ত। লিগ শুরুর কোনো লক্ষণ নেই। ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলছেন, আমাদের এখন কিছু করার নেই। উপমন্ত্রী উদ্যোগ নিয়েছে সব দলের অংশগ্রহণে লিগ আয়োজনে। তার উদ্যোগের পর আমরাতো আর কিছু করতে পারি না। তবে খেলোয়াড়রা অস্থির হয়ে গেছে লিগের জন্য। হওয়াটাই স্বাভাবিক। কেননা এ লিগ থেকেই মূলত তারা বড় ধরনের পারিশ্রমিক পেয়ে থাকেন। একবার চিন্তা করুন ক্রিকেটার ও ফুটবলাররা ঈদ করবেন ভালোভাবেই। কিন্তু লিগ হচ্ছে না বলে হকি খেলোয়াড়রা অর্থ পাচ্ছেন না। এটা যে কতটা মানসিক যন্ত্রণা তা খেলোয়াড় হিসেবে উপলব্ধি করতে পারছি।
উপমন্ত্রীর উদ্যোগ যদি ব্যর্থ হয় তাহলে ফেডারেশনের কি করা উচিত। এ ব্যাপারে রহমত উল্লাহ বলেন, আমরা এখনো আশাবাদী উপমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে সফল হবেন। তবে খুব বেশি দেরি হলে বিষয়টি নিয়ে আমাদেরও ভাবতে হবে। রহমত উল্লাহ বলেন, এটা ঠিক মোহামেডান, মেরিনার্স দল খেললে লিগ জমবে। কিন্তু তারা যদি খেলতে নাই চায়, আমরা কি নীরবভাবে বসে থাকব? ফেডারেশন কখনো চাইবে না প্রিমিয়ার লিগ বন্ধ থাকুক। এ জন্য আমাদের চিন্তা-ভাবনা রয়েছে আরও কিছুদিন অপেক্ষা করে কাউন্সিলরদের নিয়ে সভা ডাকা। কাউন্সিলরা যা বলবে তা অনুসরণ করে দ্রুত সিদ্ধান্ত নেব। কেননা প্রিমিয়ার লিগ না করতে পারলে হকির বড় ক্ষতি হয়ে যাবে।