চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ভাল অবস্থায় রয়েছে অষ্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ইংলিশদের চেয়ে ৩৬২ রানে এগিয়ে রয়েছে ক্লার্ক বাহিনী।
লর্ডসে তৃতীয় দিনের শেষ বিকেলে খেলতে নেমে অসাধারণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়েই দলীয় স্কোরে ওপেনার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার যোগ করেছেন ১০৮ রান। দিন শেষে রজার্স ৪৪ ও ওয়ার্নার ৬০ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৩১২ রান তুলেই গুটিয়ে গেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। এ ছাড়া ৮৭ রান করেছেন বেন স্টোকেস। আর ৩৯ রান এসেছে মঈন আলীর ব্যাট থেকে। ৩টি করে উইকেট নিয়েছেন জনসন ও হাজলেউড। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৫/মাহবুব