আগামী বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিঅাই। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনাল। আগামী বছর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।
কলকাতা ছাড়াও ব্যাঙ্গালোর, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বাই, নাগপুর ও নয়া দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যু ঘোষণা ছাড়াও বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়াকে প্রধান করে আট সদস্যের বিশ্বকাপ আয়োজক কমিটি গঠন করেছে বিসিসিঅাই।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৫/শরীফ