বিশ্বের নামি-দামি খেলোয়াড়দের কারণে বিশ্ব ক্লাব ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আগামী আসর থেকে নিয়মকানুনে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আইপিএল কতৃপক্ষ। নতুন নিয়মে মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে যে কোনো দল। এতে বাদ পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খবর এনডিটিভির।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস সোমবার সাকিবদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, আইপিএলের ৭ম আসরে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ান হওয়ার নায়ক ছিলেন সাকিব। নবম আসরে কলকাতার হয়ে খেলা নাও হতে পারে সেই সাকিবের।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি সাকিব ছাড়াও দক্ষিণ আফ্রিকার জন বোথা ও মরনে মরকেল, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ডের আজহার মাহমুদ (সাবেক পাকিস্তানি ক্রিকেটার) বাদ পড়তে যাচ্ছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে। এমনই খসড়া করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আর ৩ মাস পরে নাকি এটি চূড়ান্ত করা হচ্ছে।
তবে সাকিব একজন বিশ্বতারকা। বিশ্বের কোনো ক্রিকেটার যেটা পারেননি সেটা করেছেন তিনি এবং নতুন কিছু অপেক্ষা করছে তার সামনে। কলকাতা থেকে তাকে সরিয়ে দেয়া হলেও নিশ্চই কদর বাড়বে তার।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৫/রশিদা/মাহবুব