১৮ বছরের তরুণরা কী কী করতে পারে এর একটা বিবরণ কবি সুকান্ত ভট্টাচার্য তার ‘আঠারো বছর বয়স’ কবিতায় দিয়েছেন। মুস্তাফিজুর রহমানের বয়স আঠারো নয়। এর চেয়ে এক বছর তিনশ উনিশ দিন বেশি। তবে সুকান্তের কবিতার একটা প্রামাণ্য ছবি গতকালও আঁকলেন বাংলাদেশের এ তরুণ বাঁ হাতি পেসার। এ বয়সে কী ‘বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি’ মুস্তাফিজ তা দেখিয়ে দিলেন। টেস্টের শীর্ষ দলটাকে নিয়ে এমনভাবেই খেললেন, এ যেন পাড়া-মহল্লার দলগুলোর বিপক্ষে করা বোলিং নামের কৌতুক! ওয়ানডেতে
	যার ছয়টা ম্যাচের উইকেট সংখ্যা ৫ ৬ ২ ০ ৩ ২, সেই তিনি টেস্টেও উজ্জ্বল। হাশিম আমলা, ডুমিনি, ডি কক আর বাভুমা নামক আফ্রিকান সিংহ বধ করে ক্রিকেটের অভিজাত শ্রেণিতেও মুস্তাফিজের যাত্রা
	হলো শুভ। অভিষেক দিনে ১৭.৪ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তার যোগ্যতা।
	এ উইকেটে বোলারদের জন্য কিচ্ছুই করার নেই। স্পিনাররা কিছুটা সুবিধা পেলেও পেসাররা এখানে কেবল মার হজম করার জন্যই বল করবে। দুই অধিনায়কের বক্তব্য আর উইকেট পরিচর্যাকারীর ইশারা-ইঙ্গিত বলছিল চট্টগ্রাম টেস্টটা হবে কেবলই ব্যাটসম্যানদের। বোলাররা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন। দিনের শুরুতে টস জেতা আফ্রিকানদের ব্যাটিং এ বক্তব্যকেই প্রমাণ করছিল। প্রথম সেশনে ২৮ ওভারে ১০৪/১। ফন জাইলকে ফিরিয়ে একমাত্র উইকেট শিকারি স্পিনার মাহমুদুল্লাহ। তবে কি অভিষিক্ত মুস্তাফিজের জন্য উইকেটটা বড় রস-কষহীন হয়ে গেল! ওয়ানডের মতো অতোটা আলোকিত হবে না টেস্ট অভিষেক! অথচ ক্রিকেটের এই ফরম্যাটটাই তো একজন ক্রিকেটারের শ্রেষ্ঠত্বের পরিমাপক।
	সময় যত গড়াতে লাগল মুস্তাফিজের উপর বাড়তে থাকল প্রত্যাশার চাপও। কিন্তু ভয়-ডরহীন একজন যোদ্ধাই কেবল ময়দানি লড়াইয়ের সবগুলো সম্ভাবনা বিবেচনায় নেওয়ার যোগ্যতা রাখেন। মুস্তাফিজ যেমন রাখলেন। লড়াইয়ের কৌশলই হলো, শেষ পর্যন্ত লড়ে যাও, সফলতা আসবেই। মুস্তাফিজ লড়লেন এবং সফল হলেন। তিনটা স্পেলে (৫-০-২০-০, ৩-১-৯-০, ৪-৩-১-০) ব্যর্থ অভিযান শেষে চতুর্থ স্পেলে যখন বল হাতে আসেন ভক্তদের উচ্ছ্বাস কমতে কমতে শূন্যের কোটায়। কিন্তু এরপরই তৈরি হলো ‘ম্যাজিক্যাল মোমেন্টাম’। মুস্তাফিজের প্রথম টেস্ট উইকেটটা হলো মমি করে রাখবার মতোই। হাশিম আমলা। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বরধারী ব্যাটসম্যান। এখানেই যদি থেমে যেতেন মুস্তাফিজ তবে তার নামের স্বার্থকতাই প্রমাণ হতো না! তিনি থামলেনও না। চতুর্থ স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আমলাকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। পরের বলে লেগ বিফোরের আবেদন অভিষিক্ত আম্পায়ার জোয়েল উইলসন ফিরিয়ে দিলেও অধিনায়ক মুশফিকের রিভিউ আবেদনে টিভি আম্পায়ার পল রেইফেলের নির্দেশে পল ডুমিনি ফেরেন সাজঘরে। মুস্তাফিজের দুইয়ে দুই হলো। তিনে তিন হলেই তিনি নাম লেখাতেন তিন কিংবদন্তির পাশে। ব্রিটিশ বোলার মরিস অ্যালম, নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক এবং অস্ট্রেলিয়ার ড্যামিয়েন ফ্লেমিং। মরিস অ্যালম তার অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ১৯২৯-৩০ মৌসুমে ক্রাইস্টচার্চে। পিটার প্যাথেরিক তার অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে লাহোরে একই কীর্তি গড়েন ১৯৭৬-৭৭ মৌসুমে। ড্যামিয়েন ফ্লেমিং এই কীর্তি গড়েন ১৯৯৪-৯৫ মৌসুমে রাওয়ালপিন্ডিতে। তিনে তিন না হলেও মুস্তাফিজের চারে তিন হলো। ডি কককে ভয়ঙ্কর এক অফ কাটারে বোল্ড করেন তিনি। এটাও একটা রেকর্ড। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এই কীর্তি গড়েছেন মাত্র ৩৫ জন বোলার। মুস্তাফিজ ৩৬তম হিসেবে চার বলে তিন উইকেট শিকার করলেন। ওয়ানডে ছয় আর পাঁচ উইকেট আছে। তারপরও মুস্তাফিজ
	এগিয়ে রাখলেন টেস্টের চার উইকেটকেই। ‘ওয়ানডেতে ব্যাটসম্যানরা যেমন দ্রুত রান তুলতে চায় টেস্টে তা চায় না। এ কারণে টেস্টে উইকেট নেওয়া খুবই কঠিন। আমি টেস্টের চার উইকেটকেই সবার উপরে রাখতে
	 চাই।’ আর উইকেট! ‘অবশ্যই হাশিম আমলা।’ টি-২০তে আফ্রিদি, ওয়ানডেতে রোহিত শর্মা এবং টেস্টে হাশিম আমলা। মুস্তাফিজের অভিষেক উইকেটগুলো সারা জীবন মনে রাখবার মতোই হলো।
	প্রথম তিন স্পেল বোলিং করার পরও যে মুস্তাফিজ উইকেট শূন্য সে মুস্তাফিজ পরের স্পেলে এতটা ভয়ঙ্কর হয়ে উঠলেন কী করে! ‘আমাকে কোচ ডেকে বলেছিলেন, দেখে বল কর।’ কোচের উৎসাহ যে কতটা কাজে লাগল তা দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোরলাইনই বলছে। মুস্তাফিজ- জুবায়েররা নিজেদের কাজটা করে দিয়েছেন। ২৪৮ রানে আটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার লড়াই ব্যাটম্যানদের। দ্বিতীয় দিন মুশফিকের কথা সত্যি হলে টেস্টেও আফ্রিকান সিংহ বধের স্বপ্ন দেখার অধিকার পেয়ে যাবেন ভক্তরা।
	সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
	দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৪৮/১০ (৮৩.৪ ওভার) (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)
	বাংলাদেশ ১ম ইনিংস : ৭/০ (২ ওভার) (ইমরুল ৫*, তামিম ১*)।
শিরোনাম
                        - দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
 - পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
 - ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
 - তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
 - জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
 - ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
 - নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
 - বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
 - বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 - ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
 - জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
 - বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
 - শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
 - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 
অভিষেকে আলো ছড়ালেন মুস্তাফিজ
                        
                        
                                                     রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর