আগের ম্যাচে হার। সেই ধাক্কা সামলে শিরোপা লড়াইয়ে ফিরে আসার কঠিন ম্যাচে যখন জয়োৎসবের অপেক্ষায়, ঠিক তখনই ঘটে গেল অঘটন। মাত্র তিন মিনিটে দুই গোলে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ল শেখ রাসেল ক্রীড়াচক্র। টানটান উত্তেজনার ম্যাচটি গোলরক্ষক ও রক্ষণভাগের ভুলে ৪-৩ গোলে শেখ জামালের কাছে হেরে গেল শেখ রাসেল। অথচ জয় নিয়েই মাঠ ছাড়ার কথা ছিল দলটির! কিন্তু পারেনি। সাত গোলের ম্যাচে অসাধারণ জয়ে শিরোপার আরও কাছাকাছি চলে এল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
	প্রথম পর্বের ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়েছিল শেখ রাসেল। টানা তিন জয়ে ফিরে এসেছিল শিরোপা লড়াইয়ে। নিঃশ্বাস ফেলছিল শেখ জামালের ঘাড়ে। দ্বিতীয় পর্বে আবাহনীর সামনে এসে লাইনচ্যুত হয়ে পড়ে দলটি। শুধু লাইনচ্যুতই হয়নি, হারিয়ে যায় আত্মবিশ্বাস। বড় ব্যবধানে হারের পরও শিরোপার আশা টিকেছিল দলটির। সেজন্য কাল হারাতেই হতো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামালকে। জয়ের ক্ষেত্রও তৈরি করে নিয়েছিল দুরন্ত ফুটবল খেলে। কিন্তু শেষ তিন মিনিটে রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে হেরে গেল। সে সঙ্গে প্রথম পর্বে হারের প্রতিশোধও নেওয়া হলো না দেশের অন্যতম সেরা দলটির। প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল শেখ জামাল। গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাল ম্যাচ শুরুর আগে ভারী বর্ষণ হয়েছে । টানা বর্ষণে মাঠে পানি জমে যায়। ভারী হয়ে যায় মাঠ। সেই মাঠেই খেলতে নামে দুই শিরোপা প্রত্যাশী দল। কাল জয়ের জন্য মরিয়া শেখ রাসেল বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে খেলতে নামে। একাদশে ফিরে আসেন এমিলি। বসনিয়ান হার্জেগোভিনার প্যাটট্রিক বোজানের জায়গায় প্রথমবারের মতো মাঠে নামানো হয় তারই স্বদেশি দামির ইবরিককে। পরিবর্তিত একাদশ নিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেখ রাসেল। কিন্তু কর্দমাক্ত মাঠের জন্য সাবলীল ছিল না তাদের খেলা। উল্টো ১২ মিনিটে পিছিয়ে পরে। বাঁ প্রান্ত থেকে এমেকা ডালিংটনের ব্যাক পাস ফাঁকায় দাঁড়ানো ল্যান্ডিং ডারবো ধরেই প্লেসিং শটে গোল করে (১-০) এগিয়ে নেন শেখ জামালকে। গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। ২৪ মিনিটে সমতা আনেন জাহিদ দুর্দান্ত এক গোল করে। মধ্যমাঠ থেকে মিঠুনের ডিফেন্স চেড়া পাস থেকে জাহিদ বল ধরে দুই-তিন স্টেপ এগিয়ে শেখ জামালের  আগুয়ান গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে ডান পায়ের টোকায় সমতা আনেন (১-১)। খেলায় সমতা আসার পর শেখ জামাল আক্রমণাত্মক হয়ে উঠে। তবে দ্বিতীয় গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি শেখ জামালকে। ৩৯ মিনিটে ব্যবধান ২-১ করেন ডালিংটন। ডান প্রান্ত থেকে উড়ে আসা মাইনাসে মাথা আলতোভাবে ছুঁয়ে ডালিংটনকে দেন ওয়েডসন অ্যানসেলমে। কোনোরকম ভুল না করে গোল সংখ্যা ডাবল করেন ডালিংটন। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল।
	ভারী মাঠ হওয়া সত্ত্বেও দ্বিতীয়ার্ধে গতিশীল ফুটবল খেলে দুই দল। আক্রমণাত্মক ফুটবল খেলে ৫৫ মিনিটে সমতা আনে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে ওয়ালি ফয়সালের ফ্রি কিকে ইকাঙ্গা মাথা ছুঁয়ে দেন। বল মাটিতে পড়ার আগেই কিংসলে চিগোজি হেডে সমতা আনেন (২-২)। সমতা আনার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ রাসেল। সেই আক্রমণের ফলও পায় তারা। ৮৫ মিনিটে অসাধারণ গোলে এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে এমিলির মাইনাসে হেড করেন ইকাঙ্গা, বল পরে ছোট বক্সে। সেখান থেকে বসনিয়ান স্ট্রাইকার দামির ইবরিক বাইসাইকেল কিকে এগিয়ে নেন শেখ রাসেলকে (৩-২)। তখন খেলার বাকি পাঁচ মিনিট। শেখ রাসেলের কর্মকর্তা ও ফুটবলাররা জয়োৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রেফারি খেলার শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তপু বর্মণের ভুলে সমতা আনে শেখ জামাল (৩-৩)। বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন তপু। বল পেয়ে যান ওয়েডসন। ভুল না করে আগুয়ান মামুনের মাথার ওপর দিয়ে গোলে সমতা আনেন ওয়েডসন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক তখনই জয়সূচক গোল করে শেখ জামাল (৪-৩)। ডি বক্স থেকে প্রতিপক্ষের দুই ফুটবলারকে কাটিয়ে ডালিংটন ডান দিকে বল বাড়ান লিঙ্কনকে। লিঙ্কন চকিত ডান পায়ের মাটি কামড়ানো গোলে ম্যাচের সপ্তম, দলের চতুর্থ এবং জয়সূচক গোলটি করেন। এই জয়ে শিরোপার আরও কাছাকাছি চলে আসে শেখ জামাল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জামালের সংগ্রহ ১৬ ম্যাচে ৩৯ এবং রাসেলের পয়েন্ট ১৫ ম্যাচে ২৯। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন গোল শূন্য ড্র করে।
শিরোনাম
                        - দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
 - পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
 - ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
 - তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
 - জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
 - ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
 - নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
 - বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
 - বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 - ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
 - জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
 - বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
 - শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
 - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 
শিরোপার কাছাকাছি শেখ জামাল
শেখ রাসেল ৩ : ৪ শেখ জামাল
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর