টেস্ট, ওয়ানডে কিংবা টি-২০ ম্যাচ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের যে ফরম্যাটের ম্যাচই হোক দর্শকদের থাকে উপচে পড়া ভিড়। শুধু কি তাই ? অনেকের থাকে টিকিট পাওয়ার অনুশোচনাও। অথচ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনের চিত্র পুরোটাই ভিন্ন। গ্যালারিতে ছিল না টইটুম্বর। গ্যালারি ছিল প্রায় দর্শকশূন্য ! ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এ স্টেডিয়ামে মাত্র হাজার দেড়েক দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। তবে গ্যালারি দর্শকশূন্য হলেও বাইরে ছিল টাইগার সমর্থকদের উপচেপড়া ভিড়। অনেকেরই অভিযোগ- কাউন্টারে টিকিট না পাওয়ায় স্টেডিয়ামে খেলা দেখতে প্রবেশ করতে পারেননি।