অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন প্রোটিয়াদের ব্যাটিংস্তম্ভ এবি ডি ভিলিয়ার্স। অভিষেকের পর থেকে টানা ৯৮ টেস্ট খেলে দেশের হয়ে টানা টেস্ট খেলার রেকর্ডও গড়েন। সুযোগ ছিল নিজের আরও অনেক দূর এগিয়ে নেওয়ার। কিন্তু এ মাসের শেষ সপ্তাহে প্রথম সন্তান জম্ম দিচ্ছেন স্ত্রী ড্যানিয়েল। অসাধারণ মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য বোর্ডের কাছে ছুটি চান ডি ভিলিয়ার্স। বোর্ড তার আবেদন গ্রহণ করে বিশ্রামে দেওয়ায় থামতে হল তাকে। ফলে 'নাভার্স ৯৮'তে গিয়ে থাকতে হল তাকে। ১৫৩ টেস্ট টানা থেকে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডার।