দক্ষিণ আফ্রিকা দলের সংগ্রহ যখন ১৩৬ তখন তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্রোটিয়া ব্যাটসম্যান ডেন এলগার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান ডানহাতি এ ব্যাটসম্যান। এর পরপরই সাজঘরে ফিরে যান ডু প্লেসিস। এবার ব্যক্তিগত ৪৮ রানের তাকে ফিরিয়ে বঞ্চিত করেন অষ্টম টেস্ট অর্ধশত থেকে। ঘাতকের ভূমিকায় অবর্তিন হন অলরাউন্ডার সাকিব আল হাসান। এলগার ও ডু প্লেসিসের ৭৮ রানের জুটি ভেঙে যাওয়ার পর স্বস্তি ফিরে আসে দর্শকদের মধ্যেও।