লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারে টাইগার পেসার মোহাম্মদ শহীদের হাতে বল তুলে দেন অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান হাতেনাতেই দিয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। সঠিক লাইনলেন্থ বল করে চাপে রাখেন দুই প্রোটিয়া এলগার ও ডু প্লেসিসকে। শহীদ নিয়ন্ত্রিত বোলিং করে টানা পাঁচ মেডেন আদায় করেন। মূলত তার নিয়ন্ত্রিত কারণেই লাঞ্চ বিরতি থেকে পরবর্তী ১৪ ওভারে মাত্র ২৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
-মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম