সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৭ রান। পিছিয়ে ছিল ২৪১ রানে।
এর আগে, প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫৪ রান করেন টেম্বা বাভুমা। ৪টি উইকেট পান অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ৩টি উইকেট নেন জুবায়ের হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস, ২৪৮/১০, ওভার ৮৩.৪ (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, অ্যালগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)।
বিডি-প্রতিদিন/২২ জুলাই, ২০১৫/মাহবুব