বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেছে। ফলে দ্বিতীয় দিন শেষে টাইগাররা ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে। সাকিব আল হাসান ১ রান ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দু'জনই অর্ধশতক করেছেন। তামিম ৫৭ রান ও রিয়াদ ৬৭ রান করে সাজঘরে ফিরেন। দক্ষিণ অাফ্রিকার হয়ে ভারনন ফিলান্ডার, হারমার, ভান জিল ও এলগার ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে গতকাল টেস্টের প্রথম দিনে পেসার মুস্তাফিজের চমৎকার বোলিংয়ে সফরকারী প্রোটিয়া মাত্র ২৪৮ রান তুলেই অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান আসে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা তেমবা বাভুমার ব্যাট থেকে। এছাড়া ফাফ ডু প্লেসিস ৪৮ ও ওপেনার ডিন এলগার ৪৭ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মুস্তাফিজ। আর জুবায়ের হোসেন নেন ৩টি উইকেট। সাকিব, রিয়াদ ও তাইজুল নেন ১টি করে উইকেট।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৫/শরীফ