টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ প্রোটিয়া বোলিং কোচ চার্লস ল্যাঙ্গভেল্ট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই টাইগারদের হাতে। ম্যাচের প্রথম দিন অসাধারণ বোলিংয়ের পর দ্বিতীয় দিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দু বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ও রিয়াদ। এ দু বাংলাদেশির প্রশংসা করে ল্যাঙ্গভেল্ট বলেন, 'আমাদের জন্য দিনটা খারাপ দিনগুলোর মধ্যে একটি ছিল। তবে বাংলাদেশিরা অসাধারণ ব্যাটিং করেছে। বিশেষ করে তামিম ও রিয়াদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।'
দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগারদেরই এগিয়ে রাখলেন এ প্রোটিয়াস। ম্যাচের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, 'বর্তমানে ম্যাচের যে অবস্থা তাতে বাংলাদেশ ৬০ শতাংশ এগিয়ে আছে। আমরা চেষ্টা করব ম্যাচে ফেরার। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে।' দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে অনেকটা পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তারপরও দ্বিতীয় নতুন বলে ম্যাচে ফেরার আশায় বিভোর রয়েছে প্রোটিয়ারা। ম্যাচে ফেরার প্রত্যয় ব্যক্ত করে বোলিং কোচ বলেন, 'ম্যাচে এখনো পর্যন্ত কি হয়েছে তা চিন্তা করছি না। আমাদের ভাবনায় এখন দ্বিতীয় নতুন বল। বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারে। আগামীকাল ভিন্ন স্টোরি হবে। কারণ দিনটাও হবে ভিন্ন।'
প্রোটিয়াদের বোলিং কাণ্ডারি ডেল স্টেইন প্রতিটা ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন বোলিং বিভাগের। কিন্তু চট্টগ্রাম টেস্টে এক প্রকার অসহায় ছিলেন স্ট্যানগান খ্যাত এ বোলার। স্টেইনের করা ১৩ ওভার থেকে ৪৬ রান তুলে নেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। দলের প্রধান বোলারের পারফরমেন্স নিয়ে সাবেক এ পেসার বলেন, 'সে অনেক বড় মাপের প্লেয়ার। একজন বোলারের জন্য একটা দিন খারাপ আসতেই পারে। আমার বিশ্বাস সে কামবেক করবে।'
দলের স্টেইন, মরকেল, ফিল্যান্ডারের মতো বোলার থাকার পরও প্রথম সাফল্য এনে দেয় অনিয়মিত বোলার জিল। তার প্রশংসা করে বলেন, 'সে ব্যাটসম্যানদের চাপে রেখেছিল। যার কারণে সাফল্যও পেয়েছে। তবে সে সত্যিই ভাগ্যবান।'