চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশি ওপেনার তামিমকে বার বার উত্তেজিত করতে চেষ্টা করছিলেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্ত প্রতিবাদে তামিমও পাল্টা দুকথা শুনিয়ে দেন ডি কককে। এ সময় উভয়ে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তামিমের কাঁধে ডি কক ধাক্কা দেন। এতে পরিস্থিতি অনেকটা উত্তেজনা পূর্ণ হয়ে ওঠে। পরে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা ও ডেল স্টেইন এসে দুজনকে শান্ত করেন। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রোটিয়া বোলিং কোচ চালর্স ল্যাঙ্গেভেল্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এ ধরনের ঘটনা আমি দেখিনি।'