শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা স্পিনার ইয়াসির শাহ। পেসার ওয়াহাব রিয়াজের দলে থাকা না থাকাটা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৪ উইকেট শিকার করায় ওয়ানডেতে ডাক পেয়েছেন ইয়াসির। পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন বলেন, 'ইয়াসির দুর্দান্ত বোলিং করছেন। তার আক্রমণের কৌশলটা দারুণ। টি-২০ ক্রিকেটে এমন ধরনের একজন বোলার থাকাটা দলের জন্য বাড়তি পাওয়া। দলের শক্তি বৃদ্ধি করতেই ইয়াসিরকে নেওয়া হয়েছে।'
স্কোয়াড
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নুমান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ/জিয়াউল হক।