আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দিনের ষষ্ঠ ওভারেই আউট হয়েছেন মুশফিকুর রহিম। ডেল স্টেইনের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। ২৮ রান করেন মুশফিক। ১৯৫ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনে ৬৫ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। তাতে চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল টাইগাররা। যদিও চা বিরতির পর বৃষ্টির বাধায় খেলা বিঘ্নিত হয়েছে। দিনের খেলা ২৫ ওভার কম হয়েছে।
মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, ইমরুল কায়েস ২৬ ও মুশফিক ২৪ রান করেছেন। প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।