বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ধাক্কা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কককে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তামিমকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা ভঙ্গ করেন ডি কক। এ কারণে চট্টগ্রাম টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড ডি কককে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।
বুধবার প্রথম টেস্টের সকালের সেশনে তামিম ইকবালের ব্যাটিংয়ের সময় স্লেজিং করেই যাচ্ছিলেন ফিল্ডাররা। মধ্যাহ্ন বিরতির শেষ ওভারে ডি কককে পাল্টা জবাব দেন তামিম। এরপর ড্রেসিং রুমে ফেরার সময় তামিমকে কনুই দিয়ে ধাক্কা মেরে বসেন ডি কক।
এমন আচরণে মোটেই সন্তুষ্ট হতে পারেননি তামিম। তিনি আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন। তামিমকে শান্ত করতে ছুটে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। ছুটে আসেন ডেল স্টেইনও। স্টেইন তামিমের কাঁধে হাত রেখে কিছু একটা বলে শান্ত করার চেষ্টা করেন।
এর আগে ওয়ানডে সিরিজে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো। কাগিসো রাবাদার বলে তামিম আউট হয়ে যাওয়ার পর উল্লাস করতে গিয়ে তামিমকে ধাক্কা দেন রাবাদা। পরে দোষী সাব্যস্ত হওয়ায় রুশোর ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই ২০১৫/ এস আহমেদ