ফুটবলপ্রেমীদেরও কষ্ট হবে মেনে নিতে। তাদেরও হয়তো অনেকে জানেন না জ্যামাইকা ফুটবল খেলে। ক্রীড়াপ্রেমীদের কাছে জ্যামাইকার পরিচয় দুটি কারণে। প্রথমত, ক্রিকেট এবং দ্বিতীয়ত, অ্যাথলেটিঙ্। এখন সবার কাছে পরিচিত উসাইন বোল্টের দেশ বলে। বোল্টের জ্যামাইকা থমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। কনকাকাপ গোল্ড কাপের ফাইনালে উঠেছে দলটি প্রথমবারের মতো। ফাইনালে উঠতে ক্যারিবীয় উপসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি ২-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের টানা পাঁচবার ফাইনাল খেলা মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফাইনালে জ্যামাইকার প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী মেক্সিকাে। ফাইনালে উঠতে মেক্সিকাে ২-১ গোলে হারিয়েছে পানামাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ডোম স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জ্যামাইকা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ক্যারিবীয় দেশটি। ৩১ মিনিটে হেডে জ্যামাইকার প্রথম গোল করেন ড্যারেন ম্যাটকস।