মাইকেল ক্লার্কের সমালোচনা হচ্ছে এখনো। তাতে দুঃখবোধ করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আর এই বিতর্কে নিজেকে জড়াতে রাজি নন পেসার মিচেল জনসন। জনসন বলেছেন, দেশকে যা কিছু দিয়েছেন তার জন্য সম্মান প্রাপ্য ক্লার্কের।
আগামীকাল ওভালে শুরু হচ্ছে ৫ ম্যাচ অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট। আর এই টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। বিদায় বেলায়ও সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক কোচ জন বুচানন গত সপ্তাহে বলেছেন, ব্যাগি গ্রিনের মর্যাদা রক্ষা করতে পারেন নি ক্লার্ক। রায়ান হ্যারিস এর প্রতিবাদ করেছেন। "ব্যাগি গ্রিন তার জীবন-" বলেছেন হ্যারিস।
কিন্তু অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জনসন এই বিতর্কে নাম লেখাতে চান না। বলেছেন, "সত্যি বলতে এসবের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। খেলোয়াড়কে সম্মান করতে হবে। দেশের জন্য মাইকেল যা কিছু করেছে তার জন্য তাকে সম্মান করতে হবে। তার সাথে অনেক খেলেছি আমি। জুনিয়র হিসেবে দেখেছি। ব্যাগি গ্রিন পড়া সবারই সম্মান প্রাপ্য। কোনো বিতর্কে জড়াতে চাই না। প্রত্যেকে সম্মান অর্জন করে। সেও অর্জন করেছে।"
আগামীকাল বৃহস্পতিবার ওভালে শুরু হচ্ছে শেষ টেস্ট। এর মধ্যে ইংল্যান্ড অ্যাশেজ জিতেছে ৩-১ এ। শেষ ম্যাচও তারা জিততে চায়। আর অস্ট্রেলিয়া দল হিসেবে যেমন তেমনটা পারফর্ম করতে পারেনি বলেই বিশ্বাস জনসনের। বলেছেন, "পুরো দলের দৃষ্টিকোণ থেকে বললে এই সিরিজে আমাদের নিজেদের মতো করে পারফর্ম করতে পারিনি। আমরা নিজেদের সাথে দেশের মানুষকেও হতাশ করেছি। তবে আরো একটি ম্যাচ বাকি আছে। লড়াই করতে চাই আমরা।"
নিজের ব্যাপারে জনসন বলেছেন, "ইংল্যান্ডে এটা হয়তো আমার শেষ খেলা। বলা যায় না। আমি শুধু খেলাটা ভালোভাবে খেলতে চাই। অ্যাশেজ সিরিজে এই কথাই বলে গেছি আমি। এর পর অবসর নিচ্ছি না। আমি খেলে যাবো। সামনে বড় একটা গ্রীষ্ম পড়ে আছে।"
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট ২০১৫/শরীফ