আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। তিনি দাবি করেছেন, তার দলের কয়েকজন ক্রিকেটারের গতিবিধিও সন্দেহজনক।
মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, প্রীতি অভিযোগ করেছেন, কিংস ইলেভেন পাঞ্জাবের কয়েকজন ক্রিকেটারের গতিবিধি সন্দেহজনক। তারা ইচ্ছা করে ম্যাচ ছাড়ছেন বলে তার সন্দেহ। তিনি এ নিয়ে আগেই অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ না পাওয়ায়; তা সম্ভব হয়নি।
আইপিএল স্পট ফিক্সিং নিয়ে বিচারপতি আর এম লোঢার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বিসিসিআই। ওই কমিটির কাছেই অভিযোগ করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক। তবে এক টুইটবার্তায় এই খবরের সত্যতা অস্বীকার করেছেন প্রীতি জিন্তা। এছাড়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ও বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরেরও।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট ২০১৫/শরীফ