হকি ফেডারেশনে জটিলতা কাটছে না। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিংকে মাঠে ফেরানোর দায়িত্ব দিয়েছিলেন ফেডারেশন সহ-সভাপতি রশিদ শিকদারকে। রশিদ বলেন, এক্ষেত্রে আমি চেষ্টার ত্রুটি করব না। কিছুদিন আগে পূর্বাণী হোটেলে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেন। রশিদের বক্তব্য হচ্ছে পাঁচ দলকে বুঝানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু তাদের একটাই দাবি সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ পদত্যাগ না করা পর্যন্ত কোনো অবস্থায় তারা মাঠে ফিরবে না। পাঁচ দল ছাড়া গতবার প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল। এবারও হতো যদি ঊষা ক্রীড়া চক্র বেঁকে না বসত। ঊষার কথা সব দল ছাড়া লিগের কোনো আকর্ষণ থাকে না। তাই এ লিগ খেলার কোনো অর্থ নেই। জটিলতা মূলত এখানেই আরও বেড়ে যায়।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পাঁচ ক্লাবকে বলেছিলেন বর্তমান কমিটির অধীনে লিগ খেলতে আপত্তি থাকলে লিগ পরিচালনার জন্য আলাদা কমিটি করব। কিন্তু এতেও রাজি হননি, তাদের কথা একটাই সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। রহমতউল্লাহর পদত্যাগ চাওয়া হচ্ছে। কিন্তু কি কারণে সাধারণ সম্পাদককে সরে যেতে বলছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগই দাঁড় করাতে পারেনি পাঁচ ক্লাব। তাই তাদের দাবি হাস্যকরে পরিণত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পাঁচ ক্লাব মূলত তাদের পছন্দের এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক করতে চেয়েছিলেন। যার হকির কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। তাছাড়া নির্বাচনের আগে তাদেরই পক্ষ থেকে আহ্বান জানান হয়েছিল হকির বৃহত্তর স্বার্থে যেন ঐকমত্যের একটি কমিটি গঠন করা হয়। এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পরে তারাই একটি নির্বাচনী প্যানেল ঘোষণা করে। পরে তাদের বিপক্ষে পাল্টা প্যানেলও ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিদ্রোহী পক্ষরা নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বর্তমান কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ক্রীড়াঙ্গনে নির্বাচন বয়কটের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কোনো খেলায় লিগ বয়কট হয়েছে এমন নজির খুঁজে পাওয়া যাবে না। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে কম বিতর্ক হয়নি। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে নির্বাচন থেকে সরেও দাঁড়ান। কই ক্রিকেটে প্রিমিয়ার লিগ কি কোনো ক্লাব বয়কট করেছিল? হকিতে তাহলে এ পথ বেছে নেওয়া হয়েছে কেন? রশিদ শিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচ ক্লাবকে বুঝানোর। কিন্তু তিনিও এখন বলছেন যে অবস্থা দেখছি সাধারণ সম্পাদক পদত্যাগ না করলে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি এটাও বলেন, নির্বাহী কমিটির বেশ ক’জন পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
কারা কারা আছেন এ ব্যাপারে কারোর নাম উল্লেখ না করলেও বলেছেন যে সংখ্যা দেখছি তাতে পদত্যাগ করলে গঠনতন্ত্র অনুযায়ী হকির বর্তমান কমিটির বিলুপ্তি ঘটবে। ঘুরেফিরে একটাই কথা আসছিল সাধারণ সম্পাদকের পদত্যাগ।
রহমতউল্লাহ এ নিয়ে মুখ খুলছিলেন না। কিন্তু গতকাল তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। একা বক্তব্য রাখেননি- সঙ্গে ছিলেন বাংলাদেশের হকির কিংবদন্তি খেলোয়াড় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সাদেক, দুই যুগ্ম সম্পাদক আনভীর আদেল, মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ কাজী মনিরুজ্জামান ও নির্বাচিত কমিটির অধিকাংশ সদস্য।
রহমতউল্লাহ বলেন, আমার পদত্যাগ চাওয়া হচ্ছে কিন্তু আমার অপরাধটা কি কেউ কিন্তু বলেননি। হ্যাঁ, একটা কথা বলা হচ্ছে, আমি নাকি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। জানিনা এ অভিযোগ আসে কীভাবে। গতবার ও এবার মোহামেডান মেরিনার্সসহ অন্য ক্লাবকে কি মাঠে ফেরার আহ্বান জানায়নি। আর রশিদ তো আমাদের কমিটিরই সহ-সভাপতি। উনার সঙ্গে তো জটিলতা নিয়ে একাধিকবার আলোচনা করেছি। হ্যাঁ, পদত্যাগের দাবি কখন উঠে যখন কর্মকাণ্ড শূন্য থাকে। অ্যাডহক ও নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর হকির চাকা কি অচল ছিল? ফান্ড এসেছে পর্যাপ্ত। ফেডারেশনের কর্মকাণ্ডে সন্তুষ্ট প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নেগ্রে। সুতরাং আমার পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ছিল হকির অচলাবস্থা কি দূর হবে না। রহমতউল্লাহ বলেন, আমি এখনো চাই সব দলের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ মাঠে গড়াক। কিন্তু পাঁচ ক্লাব যদি তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকে আমাদের কিছু করার থাকবে না। সামনে সভাপতির সঙ্গে বৈঠক রয়েছে। এরপরই আমরা লিগের নতুন তারিখ ঘোষণা করব। ঊষাও তো খেলতে চাচ্ছে না, রহমতউল্লাহ বলেন, এমনিতেই অনেক সময় পেরিয়ে গেছে। সুতরাং যারা খেলতে আগ্রহী তাদের নিয়েই লিগ শুরু করব।
তাহলে কি ফেডারেশন হার্ড লাইনে যাচ্ছে। রহমতউল্লাহ বলেন, হার্ড লাইন বুঝি না। বাইলজে যা আছে তাই সিদ্ধান্ত নেওয়া হবে। সিনিয়র সহ-সভাপতি আবদুস সাদেক বলেন, মান-অভিমান থাকবে। কিন্তু লিগ বয়কট কেন? আমি চাই, হকির বৃহত্তর স্বার্থে পাঁচ ক্লাব মাঠে ফিরে আসুক। প্রিমিয়ার লিগ না হলে শুধু খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে না, হকিরও বড় ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস করি কেউ এটা চান না।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ সফর এড়ানোর নির্দেশ সরকারের
- 'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া' নীতি কার্যকরসহ ৩৯ দাবি
- সিলেটে আট দফা দাবিতে রেলপথ অবরোধ
- ৮ দফা দাবিতে মগবাজারে ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে
- ঝিনাইদহে সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
- সাদাপাথর যাওয়া হলো না পর্যটক জিয়াউলের
- সিলেটে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
- মেহেরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
- ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ কানাডার প্রধানমন্ত্রীর
- এক রাতে ইউক্রেনের ৯৮ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
- কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন, সম্পাদক রিটন
- পার্লামেন্টারি বিতর্কের মধ্য দিয়ে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল
- সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রেসসচিব
- দ্বার খুললেও সেন্টমার্টিন যায়নি পর্যটকবাহী জাহাজ, হতাশ পর্যটকরা
- ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ
- নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প
- সুদানের এল-ফাশেরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
পদত্যাগের প্রশ্নই ওঠে না
সংবাদ সম্মেলনে রহমতউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর