স্প্যানিশ লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে তিনশ' গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার সুপার তারকা লিওনেল মেসি। গতকাল লা লিগার এক ম্যাচে স্পোর্টিং জিজনের বিরুদ্ধে ২ গোল করেন আর্জেন্টাইন এ তারকা। ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে জয় পায়। আর মেসিও পৌঁছে যান নতুন এক উচ্চতায়। দলে মেসির মতো একজন তারকা থাকাটাকে নিজেদের জন্য 'প্রিভিলেজ' বলে বর্ণনা করেছেন কোচ লুইস এনরকি।
গতকালের জয়ের মধ্য দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে ৬০ পয়েন্ট নিয়ে স্পষ্ট শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৪ ও রিয়েল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। খবর : রয়টার্সের
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ