অস্ট্রেলিয়ার সাবেক লেজেন্ডারি লেগ স্পিনার শেন ওয়ার্নকে সাপে কামড়িয়েছে। নেটওয়ার্ক টেন'র একটি রিয়েলিটি শোতে সাপভর্তি একটি বক্সে মাথা ঢোকালে তার মাথায় একটি বাচ্চা আনাকোন্ডা কামড় বসায়। তবে সাপটি বিষাক্ত না হওয়ায় বেঁচে যান তিনি। কামড়ে তার মাথায় একটি দাগ পড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। নেটওয়ার্ক টেন'র একজন মুখপাত্র নিউজডটকম.এইউ ওয়েবসাইটকে একথা জানিয়েছেন।
'আই এম অ্যা সেলিব্রেটি... গেট মি আউট অব হিয়ার' নামে ওই শোর একটি প্রমো ভিডিওতে দেখা যায়, শেন ওয়ার্ন সাপভর্তি একটি বক্সে মাথা ঢোকালে হঠাৎ করে একটি বাচ্চা আনাকোন্ডা তাকে কামড় দিয়ে বসে। সাপটি বিষহীন হলেও তা বেশ আক্রমণাত্মক বলে ওই মুখপাত্র জানান।
তিনি আরো জানান, প্রতিটি আনাকোন্ডার একশটি দাঁত থাকে। তাই একটি আনাকোন্ডার একবারের কামড়ে কারো শরীরের কোথায় একশটির মতো দাগ [হাইপোডারমিক নিডলস] পড়তে পারে।
এদিকে, দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানায়, শেন ওয়ার্ন তার আক্রান্ত স্থানে চিকিৎসা নিয়েছেন। সাপের কামড়ে তার মাথায় কয়েকটি দাগ পড়লেও সেগুলো স্থায়ী হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেন ওয়ার্ন সাপকে ভীষণ ভয় পান বলে এর আগে জানিয়েছেন। সাপের কামড় খাওয়ার পরও সে শোর ট্রায়াল চালিয়ে যায় বলে এর নির্বাহী প্রডিউসার স্টিফেন টেট টেলিগ্রাফকে জানান। খবর রয়টার্সের
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ