আগামী নভেম্বর-ডিসেম্বরে ইন্ডিয়ান সুপার লিগের আদলে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)। আগামী ২৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করার কথা রয়েছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় এই আসরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে আরও বলা হয়, টাকার অঙ্কে ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে টক্কর দেবে বিএসএল। এমন অবস্থায় ভারতের জনপ্রিয় লিগকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চুপচাপই প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ। যে দেশে ক্রিকেটই শেষ কথা, সেখানে ফুটবলের এই উত্থান তাৎপর্যপূর্ণ।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব