এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এজন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচ না খেলা হলো না করাচি কিংসের এই দুই তারকার।
সাকিব-মুশফিকের সঙ্গে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও পিএসএল থেকে ফিরে আসছেন। তবে সন্তানসম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। শুক্রবার ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেবেন পিএসএলে আলো ছড়ানো এই ওপেনার।
পিএসএলে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তবে শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচেই হয়েছিলে ম্যাস সেরা। তবে পরের ম্যাচগুলোতে জ্বলে ওঠতে পারেনি তার ব্যাট। আট ম্যাচ খেলে করেছেন ১২৬ রান। পাশাপাশি বল হাতেও ছিলেন অনুজ্জ্বল। মাত্র তিন উইকেট নিয়েছেন এই তারকা।
আর মুশফিকুর রহিম আসরের প্রথম চার ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। পরের তিন ম্যাচে মূল একাদশে সুযোগ পেলেও বোলার মত কিছু করতে পারেননি। তিন ম্যাচে তার সংগ্রহ ৪৯ রান। সর্বোচ্চ ৩৩।
তবে সাকিব ও মুশফিক আলো না ছড়াতে পারলেও টুর্নামেন্টের সব দ্যূতি যেন নিজের দিকে নিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার ছয় ম্যাচ খেলে করেছেন ২৬৭ রান।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব