ক্রাইস্টচার্চে চলমান ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে। বিদায়ী ম্যাচে ব্রান্ডন ম্যাককালামের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির [৫৪ বল] উপর ভর করে এ ইনিংস গড়তে সক্ষম হয় কিউইরা। ৭৪ রানে ৪ উইকেটে হারিয়ে কিউইরা যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখনই মাঠে আসেন বিধ্বংসী ম্যাককালাম। কোরি অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ১৭৯ রানের পার্টনারশিপ গড়েন ম্যাককালাম। শেষ পর্যন্ত ১৮৩.৫৪ স্ট্রাইক রেটে ৭৯ বলে ২১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪৫ রান করে প্যাটিনসনের বলে আউট হন তিনি। আর কোরি অ্যান্ডারসন ৬৬ বলে ৮টি চার ও ৪টি ছক্কার মারে ৭২ রান করেন। এছাড়া ওয়াটলিং করেন ৫৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড, প্যাটিনসন ও বার্ড ২টি করে উইকেট ও নাথান লিয়ন ৩টি উইকেট নেন।
ক্রাইস্টচার্চ টেস্টে টসে হেরে প্রথমে ফিল্ডিং নেয় সফরকারী অস্ট্রেলিয়া। কিউইদের প্রথম ইনিংসের ৩৭০ রানের জবাবে অজিরা প্রথম দিন শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে। ওপেনার ডেভিড ওয়ার্নার ১২ রান করে সাজঘরে ফিরেন। ওসমান খাওয়াজা ১৮ রান ও জো বার্নস ২৭ রান নিয়ে ক্রিজে ছিলেন।
উল্লেখ্য, ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অজিরা এক ইনিংস ও ৫২ রানে জয় পায়।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ