ইনজুরিতে এশিয়া কাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বাবর আজম ও রুম্মান রায়েস। তাদের পরিবর্তে পাকিস্তান দলে ডাক পেয়েছেন ওপেনার শারজিল খান ও পেসার মোহাম্মাদ সামি। দু'জন পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড ক্রিকেটার।
দলে জায়গা পেতে শারজিল ও সামির সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করেছে পিসিবি। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির বিপক্ষে লিগের প্রথম সেঞ্চুরি হাঁকান শারজিল। ইসলামাবাদ ইউনাইটেডকে ফাইনালে তুলতে তিনি ৬২ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।
অন্যদিকে, পিএসএলে বল হাতে নজর কেড়েছেন সামি। ৬ ম্যাচে পেয়েছেন ১১টি উইকেট। এর মধ্যে করাচির বিপক্ষে মাত্র ৮ রানের বিনিময়ে ৫টি মূল্যবান উইকেট তুলে নিয়ে আলোচনায় আসেন বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা সামি।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব