এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের আগে খুলনা ও চট্টগ্রামে ক্যাম্প করে বাংলাদেশ। এই ক্যাম্পে কোচ হাথুরুসিংহের নজর কাড়েন তরুণ ক্রিকেটার মোহাম্মদ মিথুন। তামিম ইকবাল ছুটিতে থাকায় তাই সৌম্য সরকারের সঙ্গে আজ ওপেন করতে দেখা যেতে পারের মিথুনকে। আর তা যদি হয় তাহলে অপেক্ষায় থাকতে হবে ইমরুল কায়েসকে।
এদিকে, জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করারয় দলে জায়গা ধরে রাখতে পারেন নুরুল হাসান সোহান। এক্ষেত্রে নাসির হোসেনকে আজ না দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই।
অন্যদিকে, বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও আল-আমিন বিকল্প আপাতত ভাবা যায় না। এর বাইরে যদি পেসার দলে নেওয়া হয় সেক্ষেত্রে দলের জায়গা পেতে পারেন তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি। তবে আরাফাত সানিকে খেলানোর সম্ভাবনা বেশি থাকায় তাদের আজ সাইড বেঞ্চে থাকতে হতে পারে।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে চলুন দেখে নিই বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. সৌম্য সরকার
২. মোহাম্মদ মিথুন
৩. সাব্বির রহমান
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. মুশফিকুর রহিম
৬. সাকিব আল হাসান
৭. নুরুল হাসান সোহান
৮. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
৯. আরাফাত সানি
১০. মুস্তাফিজুর রহমান
১১. আল-আমিন হোসেন
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব