এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ সন্ধ্যায় মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তবে মাশরাফি-সাকিবদের বিপক্ষে নাও দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
সোমবার দলের অনুশীলনে চোট পান ধোনি। চোট কতটা গুরুতর তাও জানা যায়নি। এরই মধ্যে ভারত থেকে উড়িয়ে আনা হয়েছে পার্থিব প্যাটেলকে।
আবার মঙ্গলবার টিম হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ধোনি থাকলেও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি ছিলেন সহ-অধিনায়ক বিরাট কোহলি। সবকিছু নিয়ে কিছুটা অনুমেয় বাংলাদেশের বিপক্ষে না দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
মঙ্গলবার ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার জানান, ধোনির চোটের অবস্থা পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেবে দল। পরে সংবাদ সম্মেলনে কোহলি জানান, মঙ্গলবার বিকেলে দলের অনুশীলনে বা সন্ধ্যায় টিম মিটিংয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে ধোনিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না দল।
ধোনি ফিট না হলে অনেকটা অবধারিতভাবে ফের আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবেন পার্থিব। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১১ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে। এরপর সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মের সুবাদে ফের ডাক পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব