এশিয়া কাপ টি-২০ আসরের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে ভারত ৪২ রানেই তিন উইকেট হারিয়ে শুরুতেই কিছুটা চাপে পড়ে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ওপেনার শিখর ধাওয়ান ২ রান করেই পেসার আল আমিন হোসেইনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপর মাশরাফি বিন মুর্তজা বিরাট কোহলিকে মাত্র ৮ রানে সাজঘরে ফেরান। আর শীর্ষসারির আরেক ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ১৩ রানে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। তখন ভারতের স্কোর ছিল ৪২ রান। তবে একপ্রান্তে পিচ আকড়ে আছেন ওপেনার রোহিত শর্মা। রোহিত ৪১ বলে ৪টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৪৯ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গে আাছেন আরেক বিগ হিটার যুবরাজ সিং যার সংগ্রহ ১৪ বলে ১৫ রান। শেষ খবর পর্যন্ত ভারত আর কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভার শেষে ৯০ রান করেছে।
এর আগে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচচি অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের এবারের আসরে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত।
আজকের ম্যাচে টাইগারদের একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেইন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ভারতের একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বুমরা ও অাশীষ নেহরা।
আগামীকাল একই ভেন্যুতে একই সময়ে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা নবাগত সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ