শুরু থেকেই দুর্দান্ত পারফম্যান্সে গোটা বিশ্বে সাড়া ফেলে দেয় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সেই থেকে তাকে নিয়েই চলে ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা সমালোচনা।
সম্প্রতি মুস্তাফিজ আইপিএলে খেলছেন। ভারতে গিয়ে শুরু থেকেই তিনি রয়েছেন ভাষাগত বিরম্বনায়। আইপিএলে অভিষেক ম্যাচেই দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে দারুণ খেললেও ভাষা নিয়ে বেশ বিপাকেই রয়েছেন মুস্তাফিজ। আর এই ভাষাগত সমস্যার জন্য দলের অন্যান্য ক্রিকেটারদের সাথে টিম মিটিংয়ে অংশ নিতে পারেননা তিনি।
সম্প্রতি ভারতের আনান্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে ভাষা বিড়ম্বনার কথা জানান মুস্তাফিজ। এছাড়া একটি ইংরেজি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকার থেকে আরও জানা যায়, হায়দ্রাবাদের কোন টিম মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না মুস্তাফিজ। মুলত ভাষার কারনেই তিনি অংশগ্রহন করতে পারছেন না। কারণ বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনোটাই রপ্ত করতে পারেননি মুস্তাফিজ। এছাড়া তার দলেও কোন বাঙালি নেই।
তবে ভাষা না বুঝলেও খেলার পারফরমেন্সে এগিয়ে আছেন এই বাঁহাতি বোলার।
এদিকে হায়দ্রাবাদ সান্রাইজার্সের ম্যানেজার বিজয় কুমার স্থানীয় গণমাধ্যমকে বলেন, টিম মিটিংয়ে সে উপস্থিত হতে পারেন না। কারণ আমাদের আলোচনা সে তেমন একটা বুঝতে পারে না। ভাষটা এখনও ঠিকমতো রপ্ত করে পারেনি। তবে ক্রিকেটীয় বিষয়গুলো খুব সহজেই ধরতে পারে। তাকে এক-দুই শব্দে পরবর্তীতে বুঝিয়ে দিলে সে বেশ দ্রুত তা নিজের আয়ত্তে নিতে পারে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩